বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফেনীতে আ.লীগ প্রার্থীর সমর্থক ও জাপা প্রার্থীর বিরুদ্ধে অর্থ বিলির অভিযোগ 

ফেনী প্রতিনিধি

ফেনীতে আ.লীগ প্রার্থীর সমর্থক ও জাপা প্রার্থীর বিরুদ্ধে অর্থ বিলির অভিযোগ 

ফেনী-২ আসনে আ.লীগের প্রার্থী ও দলের জেলা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নৌকার মার্কার গণসংযোগ ও প্রচারণা শেষে ভোটারদের মাঝে নগদ অর্থ বিলির খবর পাওয়া গেছে। গতকাল নিজাম হাজারীর পক্ষে স্থানীয় আ.লীগ নেতা ও শর্শদি ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম এ অর্থ বিতরণ করেছেন। 

একইদিন সকালে ওই এলাকা থেকেই আনুষ্ঠানিকভাবে নিজাম হাজারী তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এর কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে, এ ব্যাপারে নিজাম হাজারী ও জানে আলমের বক্তব্য জানা যায়নি।

এদিকে সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবালের বিরুদ্ধে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ অভিযোগ উঠেছে। গত রোববার সন্ধ্যায় ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে একটি উঠান বৈঠকে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, ওই উঠান বৈঠকে ফেনী-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহরিয়ার ইকবাল রিয়াদ নিজে বসে থেকে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ভোটারদের হাতে ভোট দেয়ার প্রতিশ্রুতি নিয়ে নগদ টাকা তুলে দেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি এর আগেও গত শনিবার ফুলগাজী বাজারে জনসংযোগ শেষে উপস্থিত ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করেন এ প্রার্থী।

এ বিষয়ে শাহরিয়ার ইকবাল রিয়াদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ভুল হয়ে গেছে, এ ধরনের ভুল আর হবে না।

ফেনী জেলা প্রশাসক ও  রিটার্নিং কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার জানান,এ ধরনের আচরণ বিধি লঙ্গনের অভিযোগ পেয়েছি, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে ব্যবস্থা নেয়া হবে। 

টিএইচ